কুমারগঞ্জে ধর্ষিতা নিহত কিশোরীর পরিবারের পাশে না দাঁড়ানোয় বুদ্ধিজীবীদের আক্রমন লকেটের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১০ জানুয়ারি:
নন্দনের সামনে দাঁড়িয়ে কুমারগঞ্জের ঘটনায় রাজ্যের নাগরিক সমাজকে আক্রমন লকেট চ্যাটার্জির। তিনি বলেন, হায়দ্রাবাদ কান্ডের পর রাজ্যের নাগরিক সমাজের একাংশ মোমবাতি হাতে রাস্তায় নেমেছিলেন। কিন্তু কুমারগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় রাজ্যের নাগরিক সমাজ চুপ করে বসে আছেন। তাই তাদের শুক্রবার নন্দনে সরাসরি লকেট চ্যাটার্জি আক্রমন করে বলেন, তারা হয়তো চোখে দেখতে পাননি। আর বিজেপি এই ঘটনায় প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ।

রাজ্য বিজেপির যুব সংগঠন যুবমোর্চার কর্মীরা কুমারগঞ্জের ঘটনায় নন্দন থেকে মিছিল করার জন্য জমায়েত হয়েছিল। কিন্তু মমতার পুলিশ তাদের গ্রেফতার করে বলে অভিযোগ করেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশ যুবমোর্চার কর্মীদের গ্রেফতার করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন বিজেপি মিছিল করলে সারা দেশের মানুষ কুমারগঞ্জের ধর্ষণের ঘটনা জানতে পারবেন। আর তা আটকাতেই যুবমোর্চার কর্মীদের এদিন নন্দন চত্বর থেকে গ্রেফতার করছে কলকাতা পুলিশ। যদিও কলকাতা পু্লিশকে আক্রমন করে লকেট চ্যাটার্জি বলেন, আপনারা না চাইলেও আমরা মিছিল করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *