২০২১ এর লড়াইয়ে মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের উপরে ভরসা রাখলেন লকেট চট্টোপাধ্যায়

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ জুন: মহিলা মোর্চাকে এগিয়ে নিয়ে যেতে অগ্নিমিত্রা পালের উপর ভরসা রাখলেন লকেট চট্টোপাধ্যায়। সোমবার বিখ্যাত ফ্যাশান ডিজাইনারকে দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী করেছে বিজেপি। আগে এই পদে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন হুগলীর বর্তমান বিজেপি সাংসদ। তাকে দলে আরও বেশি দায়িত্ব দিয়ে অগ্নিমিত্রা পালকে মহিলা মোর্চার সভানেত্রী করেছে বিজেপি।

বৃহস্পতিবার দলের রাজ্য সদর দফতরে প্রাক্তন মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জি আনুষ্ঠানিক ভাবে বর্তমান সভানেত্রীকে বরণ করে নেন। গেরুয়া উত্তরীয় পরিয়ে তাঁকে মহিলা মোর্চার নেত্রীরা বরণ করেন। এর পর লকেট চ্যাটার্জি বলেন, দল যোগ্য মানুষকে পদে বসিয়েছেন। অগ্নামিত্রা পাল আগামী দিনে সবাইকে নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি আগামী ৯ জুন অমিত শাহর ভার্চুয়াল সভায় মহিলা মোর্চার সদস্যদের যোগ দেবার আবেদন করেন লকেট চ্যাটার্জি।

অন্যদিকে অগ্নিমিত্রা পাল বলেন, আমার উপর দল আস্থা রাখায় আমি খুশি। সবাইকে নিয়ে আমি লড়াই করবো। সামনেই ২০২১ এর নির্বাচন। আর তারজন্য মহিলা মোর্চা এখন থেকেই কাজ শুরু করবেন বলে জানান সদ্য মহিলা মোর্চার দায়িত্ব প্রাপ্ত রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here