
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ মার্চ:
করোনার জন্য সাংসদ তহবিল থেকে এককোটি টাকা হুগলী জেলার জন্য বরাদ্দ করলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এইকথা জানান হুগলীর সাংসদ। তিনি বলেন, করোনার চিকিৎসার জন্য সরঞ্জাম কিনতেই এই টাকা বরাদ্দ করা হয়েছে।
তবে আমি জানি না এই মুহূর্তে জেলার জন্য ঠিক কি প্রয়োজন। তাই বিষয়টি হুগলী জেলার জেলাশসক সবটা ঠিক করুক সংসদ তহবিলের টাকা কিভাবে খরচ করা যায়। আমার হুগলী জেলার জেলাশাসকের উপর পূর্ণ আস্থা রয়েছে। জেলার প্রশাসনিক কর্তারাই ঠিক করুক সাংসদ তহবিলের টাকা কিভাবে খরচ করা হবে। তবে গরিব মানুষ যাতে করোনার সংক্রমনের হাত থেকে রক্ষা পায় তা জেলা প্রশাসনকে দেখতে অনুরোধ করেন লকেট চ্যাটার্জি।।