ঘাটাল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য লম্বা লাইন ভিন রাজ্য থেকে আসা মানুষজনদের

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ মার্চ:
ঘাটাল হাসপাতালে কোনও করোনার স্ক্রিনিং বা রক্ত পরীক্ষা হচ্ছে না। মঙ্গলবার এমনই প্রচার করছেন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল।

প্রসঙ্গত, ভিন রাজ্য থেকে এসেছেন এমন অনেকেই গতকাল থেকে হাসপাতলে আসছেন শারীরিক পরীক্ষা করতে। ফলে বহু মানুষের ভিড় হচ্ছে এবং যদি কেউ অাক্রান্ত থাকেন অন্যদের ছড়ানো সম্ভাবনা থাকছে তাই বলা হচ্ছে ১৪দিন বাড়িতে নিয়ম মেনে থাকুন। সমস্যা হলে হাসপাতালে যোগাযোগ করুন। ভিড় এড়িয়ে চলুন। নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন। যারা পরীক্ষা করাতে হাসপাতালে আসছেন তারা বলছেন গ্রামের লোক পরীক্ষা করে বাড়িতে প্রবেশ করতে বলছে আমরা নিরুপায়।

ঘাটাল মহকুমা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারীক এসিএমওএইচ ড: দুর্গা প্রসাদ রাউত বলেন, ঘাটাল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৬ টি বের্ডের ব্যবস্থা রাখা হয়েছে। সমস্যা হলে তাদের সেখানে রাখা হবে এবং সেই রোগীর টেস্টের দরকার হলে মেদিনীপুরে পাঠানো হচ্ছে তার জন্য ৪ টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। চালকদেরও ট্রেনিং দেওয়া হয়েছে। হাসপাতালে অতিরিক্ত ডাক্তার দিয়ে আউটডোরে চেকআপের ব্যবস্থা রাখা হয়েছে। অযথা আতঙ্কিত না হয়ে সতর্কতা মেনে চলুন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here