স্টোন চিপস বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল দোকানে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক

আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জানুয়ারি: স্টোন চিপস বোঝাই লরির চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল জাতীয় সড়কের পাশে থাকা দোকানে। তারপর উল্টে পড়লো রাস্তার উপর। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে এক যুবক। তবে ভেঙ্গে গুঁড়িয়ে গেছে তার নতুন বাইক। রবিবার সকাল ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে নারায়ণগড় এলাকার বাখরাবাদে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে, লরিটি খড়্গপুরের দিক থেকে চিপস ভর্তি করে ওড়িশার দিকে যাচ্ছিল। বাখরাবাদ মোড়ে হঠাৎ লরির সামনের চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্রুত গতিতে থাকা লরিটি ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত সেই সময় দোকানে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থলে জাতীয় সড়কের পাশে এক যুবক বাইক দাঁড় করিয়ে চায়ের দোকানে গিয়েছিলেন। তার বাইকটি পুরো ভেঙ্গে গুড়িয়ে যায়। এর ফলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here