খাদ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে দেওয়ালে দেওয়ালে ফুটলো পদ্মফুল

আমাদেরভারত, উত্তর ২৪ পরগনা, ২৪ নভেম্বর: খাদ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে দেওয়ালে দেওয়ালে ফুটলো পদ্মফুল। ছড়া কেটে শুরু হল দেওয়ালে দেওয়ালে বিজেপির ভোট প্রচার। একুশের বিধানসভার অনেক আগেই বিজেপি কর্মীরা খোদ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে শুরু করে দিল দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচারের কাজ।

খোদ খাদ্যমন্ত্রীর বিধানসভা হাবড়াতে বিজেপির দেওয়াল লিখন শুরু করল বিজেপি কর্মীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনের আগেই মহিলা থেকে পুরুষ কর্মীরা সবাই নেমে পড়ল দেওয়াল লিখনের কাজে। বিভিন্ন ছড়ার মাধ্যমে রাজ্য সরকারের দুর্নীতি তুলে ধরা হয়েছে। ভোটের ঢাকে কাঠি না পড়লেও বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আগামী দিনে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে এমনটাই দাবি মহিলা বিজেপির এক কর্মীর। তবে যাই হোক এ কথা বলা যায় দেওয়াল লিখনে হাবড়াতে এক পা এগিয়ে থাকল বিজেপি। বিষয়টা নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, যতই দেওয়াল লিখন করুক বিজেপি উত্তর ২৪ পরগণা জেলাতে 33-0 হবে। মানুষের অন্তরে রয়েছে তৃণমূল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here