এবার পাসপোর্টেও পদ্মফুল! কেন্দ্র বলল সুরক্ষার কারণে এই সিদ্ধান্ত

আমাদের ভারত,১৩ ডিসেম্বর: এবার পাসপোর্টেও থাকছে পদ্ম ফুলের জলছাপ। এই ইস্যুতে বৃহস্পতিবার সরগরম হয় লোকসভা। অভিযোগ উঠেছে পাসপোর্টেও এবার গেরুয়াকরণ করছে মোদী সরকার। কেরলের কোঝিকোড়ের কংগ্রেস সাংসদ বৃহস্পতিবার জিরো আওয়ার এই প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম। আর চক্রান্ত করে কেন্দ্রের শাসকদল বিজেপি এই প্রতীকটি ভারতীয় নাগরিকদের নতুন পাসপোর্ট ঢুকিয়ে দিচ্ছে। এটা নাগরিকদের জাতীয় পরিচিতিকে গেরুয়া করনের প্রচেষ্টা বলে অভিযোগ করেন তিনি।

কিন্তু এর জবাবে বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে পাসপোর্টে পদ্মফুলে ছাপ নিয়ে বিরোধীরা একরকম মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এরসঙ্গে কোনরকম গেরুয়া করনের সম্পর্ক নেই। পাসপোর্ট জাল হওয়া রুখতে নিরাপত্তা চিহ্ন হিসেবে জাতীয় ফুল পদ্মের ছবি ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই এই নতুন পাসপোর্ট বিলি করা শুরু হয়েছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে বিধি মেনে আগামীদিনের রোটেশন এর ভিত্তিতে জাতীয় পশু বাঘ, জাতীয় পাখি ময়ূর, জাতীয় চিহ্ন অশোক স্তম্ভ, জাতীয় ফল আম ইত্যাদি ছবিকে নিরাপত্তা চিহ্ন হিসেবে পাসপোর্টে ব্যবহার করা হবে। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশসষ কুমার বলেন, এই চিহ্নটি আমাদের জাতীয় ফুলের। জাল পাসপোর্টকে চিহ্নিত করে দেশের নিরাপত্তা সুরক্ষিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থার নির্দেশিকা অনুযায়ী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here