পদ্মফুল ছিঁড়ে মাটিতে ফেলে দিলেন মদন মিত্র

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ২৭ জানুয়ারি:
কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্ম সম্মান ফিরিয়ে দেওয়ার ঘটনায় পদ্মফুল বয়কট করে তাকে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়ে ফের শিরোনামে উঠে এলেন বিধায়ক মদন মিত্র।

বুদ্ধদেব ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মভূষণ সম্মান ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে জাতীয় ফুল ছিঁড়ে মাটিতে ফেলে বিধায়ক মদন মিত্র বলেন, “পদ্ম দিয়ে বাংলার অপমান করেছে কেন্দ্রের বিজেপি সরকার তাই আমি পদ্ম ফুল বয়কট করছি, পুজোতে আমি পদ্ম ফুল ব্যবহার করবো না।”

কেন্দ্রীয় সরকারের পদ্মভূষণ সম্মান ফিরিয়ে
দিয়েছেন রাজ্যের বিশিষ্টজনেরা তার মধ্যে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। এরা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান নিতে অস্বীকার করেছেন তারই প্রতিবাদে কামারহাটির বিধায়ক মদন মিত্র বেলঘড়িয়া ১৭ পল্লী নাগরিক সমিতির পৌষ মেলার অনুষ্ঠানে এসে দেশের জাতীয় ফুল পদ্ম ফুলকে বয়কট করলেন মদন মিত্র। পাশাপাশি পদ্মফুল ছিঁড়ে মাটিতে ছুড়ে ফেলে দিলেন মদন মিত্র, দেশের জাতীয় ফুল পদ্ম ফুল কে এভাবে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়ায় জাতীয় ফুলকে অপমান ও অবমাননা করলেন বিধায়ক মদন মিত্র। আর মদন মিত্রের এহেন আচরণে ফের উঠছে সমালোচনার ঝড়।

পাশাপাশি করোনাবিধিকে অমান্য করে মেলায় দূরত্ব বিধি না মেনে মানুষজনের সমাগম হয়েছে। বিধায়ক মদন মিত্র নিজেই মাক্স ছাড়া মঞ্চে গান পরিবেশন করছেন এবং সেই গান ভিড়ে ঠাসা মানুষ দূরত্ব বিধি না মেনে উপভোগ করছেন। বিধায়কের উপস্থিতিতে ঘটা এই ঘটনা করোনা বিধি মান্য না করে কিভাবে চলছে মেলা এই নিয়ে প্রশ্ন উঠছে।

মদন মিত্র বলেন, “কেন্দ্রে বিজেপি সরকার, তাদের প্রতীক পদ্ম তারা সেই পদ্ম দিয়ে বাংলার মানুষকে তথা এই পদ্ম ফুলেরও অপমান করেছে। বুদ্ধবাবু তাঁর স্ত্রী পর্যন্ত পদ্মভূষণ পুরস্কারকে প্রত্যাখ্যান করেছেন। তাই আমরাও পদ্ম ফুলকে বয়কট করছি। আমি আগামী পুজোতেও পদ্ম ফুল ছাড়া মা কে পুজো দেবো। পদ্মের জায়গায় জবা ফুল দিয়ে আমরা পুজো দেবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *