অভিনেত্রী রচনা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে মদন মিত্রের মহামিছিল কামারহাটিতে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ ফেব্রুয়ারি: উত্তর ২৪ পরগনার কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কামারহাটি পৌরসভা অঞ্চল জুড়ে তৃণমূলের মহা মিছিল হল শনিবার। হুড খোলা জিপে মিছিলের নেতৃত্ব দেন মদন মিত্র। শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল কামারহাটি বাসীর সঙ্গে জনসংযোগকে আরো একবার ঝালিয়ে নেওয়া।

মদন মিত্রের সঙ্গে এদিন হুড খোলা জিপে উপস্থিত ছিলেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়, কামারহাটি পুরসভার পৌরপ্রশাসক গোপাল সাহা। প্রায় এক হাজারের বেশি তৃণমূল কর্মী সমর্থক পা-মেলান তৃণমূলের এই মহা মিছিলে।

অভিনেত্রী রচনা ব্যানার্জি বলেন, “যিনি সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন, মানুষও তার পাশে থাকবে।” মদন মিত্র বিজেপির রথ যাত্রা কর্মসূচির সমালোচনা করে বলেন, “ওদের রথ যাত্রা হল রাম নাম সত্য হ্যায় যাত্রা।” কামারহাটির তৃণমূল নেতা গোপাল সাহা, স্বপন মণ্ডল এই মিছিলে উপস্থিত ছিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here