স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ জানুয়ারি: এলাকাবাসীর হাতে পাকড়াও তিন যুবতী সহ এক যুবক। কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি হোটেলে মধুচক্রের ঘটনায় পুলিশ পাকড়াও করে বেশ কয়েকজনকে। আজ আবারও নদিয়ায় মিলল মধুচক্রের হদিস। এবারের ঘটনাটি ঘটেছে নদিয়ার
কল্যাণীর চার নম্বর ওয়ার্ড সতীমা মন্দির এলাকায়।
জানা যায়, ঐ মন্দিরে পাশে ঊষা কিন্ডারগার্ডেন নামে এক বিদ্যালয়ে চলত মধুচক্রের আসর। আজ এলাকাবাসীরা তা হাতেনাতে ধরে ফেলে। সুত্র মারফত আরও জানা যায়, ঐ স্কুলে দীর্ঘ সময় ধরে চলে আসছিল মধুচক্রের আসর। মৌখিকভাবে পুলিশকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। অবশেষে অতিষ্ঠ হয়ে এলাকার পরিবেশ ঠিক রাখতে এদিন পাড়া প্রতিবেশীরাই হাতেনাতে ধরে ফেলে তিনজন মহিলা এবং একজন পুরুষকে।
এলাকাবাসীদের দাবি, তারা আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। আজ হাতেনাতে তাদের ধরার পর এলাকাবাসীরা কল্যাণী থানার পুলিশকে খবর দিলে অবশেষে পুলিশ এসে তিনজন মহিলা সমেত একজন পুরুষকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।