পুরুলিয়া শহরে মধুচক্র, হাতে নাতে ধরলেন কাউন্সিলার

সাথী দাস পুরুলিয়া, ৩১ জুলাই: পুরুলিয়া শহরে মধু চক্র ধরলেন স্থানীয় বাসিন্দারা। এক যুবতী ও তিন যুবককে হাতে নাতে ধরলেন স্থানীয়রা। ধরা পড়ল মধুচক্র চলনাকারি একটি পরিবার।

পুরুলিয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের নীলকুঠি ডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাড়িতে ওই মধুচক্রের ব্যবসা চলছিল। স্থানীয় কাউন্সিলারের বাড়ির উল্টোদিকে ওই বাড়িটি অবস্থিত। স্থানীয় কাউন্সিলার ও তাঁর স্বামীর সন্দেহ হওয়ায় প্রথমে পুরুলিয়া সদর থানার নজরে আনেন বিষয়টি।

শনিবার মাঝ রাতে পাড়া প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ওই বাড়িতে ঢুকে চক্র ও পান্ডাদের ধরে পুলিশের হাতে তুলে দেন তাঁরা। ধৃত তিন যুবকের বাড়ি কেন্দা থানা এলাকায়। ধৃত যুবতীর বাড়ি আসানসোল এলাকায়। ওই যুবতী দীর্ঘ দিন ধরেই দেহ ব্যবসার কাজে যুক্ত বলে জানা গিয়েছে। ধৃতদের থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here