নাম কীর্তনের মধ্যে দিয়ে করোনা সচেতনে মধূমঙ্গলানন্দ  ব্রহ্মচারী

সুশান্ত ঘোষ, বনগাঁ, ১ ডিসেম্বর: শহর-গ্রাম ঘুরে ঘুরে নাম কীর্তনের মধ্যে দিয়ে মানুষকে করোনা সচেতন করছেন জয়শ্রীবাল্য বালক বাবা ঠাকুর  মধূমঙ্গলা নন্দ ব্রহ্মচারী। উত্তর ২৪ পরগনার বনগাঁ  থানার চাঁদাবাজার পাঞ্চিতা এলাকায় আশ্রম রয়েছে। প্রচুর শিষ্য রয়েছে। তিনি ৫ বছর বয়স থেকে দীক্ষা দান করছেন।

পশ্চিমবঙ্গে করোনা সংক্রামণ বেড়েই চলেছে। সেই সঙ্গে মৃত্যুও হচ্ছে। মানুষ অর্থের তাগিদায় নিজেদের সচেনতার কথা ভুলেই গিয়েছে। বহু মানুষ মাস্ক ছাড়াই রাস্তা বা কর্মস্থলে বেরিয়ে পড়ছে। সেই সব মানুষ ও তাঁদের পরিবারকে সচেতন করতে এগিয়ে এসেছেন ঠাকুর  মধূমঙ্গলা নন্দ।  তিনি নিজের বাড়ি থেকে বেরিয়েছেন  কার্তিক মাসে রাসপূর্ণিমা তিথিতে। সারা বছরই তিনি এই কাজে নিয়জিত থাকবেন বলে জানিয়েছেন।  

বাগদার নলডুগারি, বনগাঁ দেবগড়, শক্তিগর সহ  নদীয়ার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি নিয়ম সেবার কাজ করছেন।তাঁর সঙ্গে করোনা বিধি মানার প্রচার করছেন। ঠাকুর মধূমঙ্গলা নন্দ বলেন, আমার কীর্তনের মধ্যে দিয়ে 
শুধু করোনা বিধি মানা নয়, ভীর নিয়ন্ত্রণ, মাস্ক পড়ে বাইরে বেরনো থেকে স্যানিটাইজার ব্যবহার করার কথাও তুলে 
ধরছি। স্থানীয় বাসিন্দারা বলেন, ঠাকুর মধূমঙ্গলানন্দ যেখানেই 
যান তাঁর বানী শুনতে হাজারো মানুষের ঢল নামে এবছরে  করোনা আবহে নিজেই মানুষের দ্বারে দ্বরে ঘুরে নাম  কীর্তনের মধ্যে দিয়ে করোনা সচেতনের কাজ করছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here