
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ ফেব্রুয়ারি: পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের জামবনি থানার রাঙ্গামাটিয়া গ্রামের রাস্তায়। বুধবার বারুনসোল হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী বিবেকানন্দ মাহাতো (১৬) গিধনি এলোকেশী হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল। গ্রামে পৌঁছানোর বেশ কিছুটা আগে ইট বোঝাই একটি দশ চাকার লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিবেকানন্দ মাহাতোর।
এরপরে উত্তেজিত গ্রামবাসীরা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে জামবনি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লরিটি আটক করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়্গ্রাম জেলা হাসপাতালে পাঠিয়েছে।