
আমাদের ভারত, মালদা, ২৫ মার্চ: অভিভাবকের বকুনির জেরে অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার রায়পুর এলাকায়। রাতেই অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে পরিবারের লোকেরা উদ্ধার করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। কিন্তু সেখানেই মৃত্যু হয় ওই ছাত্রীর। এই ঘটনার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম ঝুমা মন্ডল (১৬)। সে বেদরাবাদ হাইস্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মঙ্গলবার রাতে বাড়ির একটি কাজ করা নিয়ে মায়ের সাথে তর্কাতর্কি করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। এরপর তার মা মেয়েকে থাপ্পড় মারে। সেই অভিমানে বাড়ির লোকেদের অলক্ষ্যে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মন্ডল পরিবারে।
মৃত ছাত্রীর বাবা নিখিল মন্ডল বলেন, মায়ের কথাতে অভিমান করে মেয়ে যে এভাবে বিষ খেয়ে ফেলবে তা ভাবতেই পারিনি। ঘটনায় পুরো ওই পরিবার শোকার্ত। পুলিশ ওই ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।