রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাফিয়ারাজ বন্ধ করা হবে: নরোত্তম মিশ্র

আশিস মণ্ডল, রামপুরহাট, ১০ ডিসেম্বর : “আগামী তিনমাসের মধ্যে কয়লা, বালি, পাথর, মদ, জমি মাফিয়ারাজ বন্ধ হতে চলেছে রাজ্যে।” বৃহস্পতিবার তারাপীঠ পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

গতকাল তিনি ইলমবাজারে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান করেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি বোলপুর থেকে তারাপীঠ আসেন। পুজো দেন মা তারার। মা তারার কাছে কি প্রার্থনা করলেন? প্রশ্নে মন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশাসন শেষ হোক। সকলে সুখী থাক। মা তারার কাছে পুজো দিয়ে এমনই প্রার্থনা করলাম।” রাজ্যে অশান্তি প্রসঙ্গে তিনি বলেন, “যে অরাজকতা বা গুন্ডারাজ চলছে তা দ্রুত বন্ধ হয়ে যাবে।”

কৃষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “কিছু মানুষ আছেন দেশকে টুকরো টুকরো করা যাদের কাজ তাদের হাত শক্ত করছে। ভালো কাজের তারা বিরোধিতা করে চলেছে। সি এ এ নিয়ে তারা ভুল বুঝিয়েছিল মানুষকে। বোঝানো হয়েছিল কাগজ না থাকলে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু তা হয়নি। এখন কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কৃষকরা বুঝতে পারবে। আন্দোলনকারীরা কংগ্রেস ও কমিউনিস্ট। কৃষক নয়। তারা তাদের ভুল বুঝতে পারলেই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here