সুকান্ত মজুমদারকে দেওয়া কথা রাখতে ২০ বছর পর ট্রেন জার্নি করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী

আমাদের ভারত, ২৬ সেপ্টেম্বর: প্রায় ২০-২৫ বছর পর ট্রেনে চড়লেন বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ডাকে সাড়া দিয়ে কলকাতা থেকে বালুরঘাটে যান ট্রেনে চেপে। শনিবার রাতে শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস মালদায় যান। রবিবার সেখানে একটি বেসরকারি হোটেলে বিশ্রাম নিয়ে সড়কপথে মালদা থেকে সকালে পৌঁছন বালুরঘাটে।

দীর্ঘদিন পর ট্রেন জার্নি দারুণভাবে উপভোগ করেছেন বলে জানিয়েছেন মহাগুরু। রবিবার বালুরঘাটে বিজেপির একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বালুরঘাট শহরের পাওয়ার হাউস এলাকার নিউ টাউন ক্লাবের পুজোর উদ্বোধন করেন। সেই জন্যই কলকাতা থেকে বালুরঘাটে যান মিঠুন চক্রবর্তী। কলকাতা থেকে বালুরঘাটে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা তেমন নেই ফলে বালুরঘাট পৌঁছাতে মহাগুরুকে কলকাতা থেকে মালদা পর্যন্ত ট্রেনে যেতে হয়েছে।

বর্তমানে বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা সাধারণত ট্রেন যাত্রা করেন না বললেই চলে। প্রায় ২০-২৫ বছর আগে শেষবার ট্রেনে উঠেছিলেন মিঠুন চক্রবর্তী। তারপর আর ট্রেনে ওঠা হয়নি বলেই জানিয়েছেন মহাগুরু।

অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, মিঠুন চক্রবর্তীকে বালুরঘাটে আসা আবেদন করতেই তিনি রাজি হয়ে যান। কিন্তু কীভাবে এই বিখ্যাত অভিনেতা বালুরঘাটে পৌঁছবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন বিজেপি নেতৃত্ব। কিন্তু সেই চিন্তা এক পলকে উড়িয়ে মহাগুরু নিজেই জানান, বালুরঘাটে তিনি ট্রেনে করেই যাবেন। সেই মতো শিয়ালদা থেকে মালদা পৌঁছান এবং মালদা থেকে বালুরঘাটে যান সড়কপথে।

সুকান্ত জানান, প্রায় ২০-২৫ বছর পর মিঠুন চক্রবর্তী ট্রেনে উঠলেন তাও শুধুমাত্র বালুরঘাটে আসবেন বলে। তাঁর কথা রাখতে জন্য বালুরঘাটে আসার জন্য ধন্যবাদ জানান তিনি মিঠুন চক্রবর্তীকে। কিন্তু মহাগুরু মিঠুন চক্রবর্তী জানান, অনেকদিন পরে ট্রেন জার্নি তিনি বেশ ভালোই উপভোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *