আগামীকালই দেবেন্দ্র ফড়নবিশের ফ্লোর টেস্ট, রায় সুপ্রিম কোর্টের

আমাদের ভারত,২৬ নভেম্বর:বুধবারই পরীক্ষা দিতে হবে দেবেন্দ্র ফড়নবিশকে। মহারাষ্ট্রের বহুপ্রতীক্ষিত ফ্লোর টেস্ট হবে আগামীকাল। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই ভোট সরাসরি সম্প্রচারের নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত।

বুধবার বিকেল পাঁচটায় হবে আস্থা ভোট। এই আস্থা ভোটে কোনো গোপন ব্যালট ব্যবহার করা যাবে না। আস্থা ভোটের আগে পোর্টেম স্পিকার নিয়োগ করার নির্দেশ দিয়েছে আদালত।

শিবসেনা এনসিপি এবং কংগ্রেসের করা আবেদনে অনুযায়ী বুধবার বিকেল পাঁচটার আগেই বিধানসভায় ফ্লোর টেস্ট করতে হবে। বিচারপতি রমানা এই মামলার রায় দিতে গিয়ে বলেন, আদালত এবং বিধায়কের অধিকার নিয়ে দীর্ঘ সময় ধরে সাওয়াল-জাওয়াব চলে আসছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা সর্বোপরি হওয়া উচিত। মানুষের একটি বলিষ্ঠ শাসনব্যবস্থা পাওয়ার অধিকার আছে। আদালত বলে, এই মামলায় রাজ্যপালের ক্ষমতা নিও বেশকিছু সাংবিধানিক বিষয় তুলে ধরা হয়েছে। এই রায় দিতে গিয়ে কর্ণাটক এবং উত্তরাখণ্ডের মামলার উল্লেখ করে আদালত।

শিবসেনা এনসিপি এবং কংগ্রেসেরকরা আবেদনে, বলেছিলেন রাজ্যপাল হঠাৎ করি রাষ্ট্রপতি শাসন উঠিয়ে দিয়ে তড়িঘড়ি দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন যা সঠিক নয়। একই সঙ্গে তিনটি দলই সুপ্রিম কোর্টের কাছে তড়িঘড়ি নতুন সরকারের ফ্লোর টেস্ট করানোর আপিলও করেছিল। রবি ও সোমবার দুই পক্ষের কথা শোনার পর রায়ের জন্য আজকের দিন নির্ধারিত করেছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এন বি রমনার নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চে এই মামলার বিচার হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here