আমাদের ভারত,৯ জানুয়ারি: হাসপাতালে ভয়াবহ আগুন লেগে বেঘরে মৃত্যু হল ১০ সদ্যোজাত শিশুর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা ডিসট্রিক্ট জেনারেল হাসপাতালে। রাত দুটো নাগাদ হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লেগে যায়। আর তাতেই মৃত্যু হয় ওই ১০ শিশুর। এদের প্রত্যেকের বয়স ১-৩ মাসের থেকে তিন মাসের মধ্যে।
মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে ভান্ডারা ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে ১৭টি শিশু ভর্তি ছিল। সেখানেই রাত দুটো নাগাদ আগুন লেগে যায়। খবর পেয়ে এসে ফায়ার ব্রিগেডের কর্মীরা সাতটি শিশুকে উদ্ধার করতে পারেন বলে জানা গেছে।
হাসপাতালের সিভিল সার্জন ডক্টর প্রমোদ খান্দাতে জানান, ” হাসপাতালের একজন নার্স রাত ২টো নাগাউ প্রথমে সিক নিউবর্ন বেবি কেয়ার ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখেন। ১০ টি শিশুর মৃত্যু হয়েছে এই ঘটনায়। ৭টি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ” যদিও আগুন লাগার কারণ এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান।