রবীন্দ্রসংগীতে অশ্লীল শব্দ জুড়ে হল ঘরে উদ্দাম নাচ, ভাইরাল ভিডও

আমাদের ভারত, বারাসাত, ৯ মার্চ: বিশ্বভারতীর পর রবীন্দ্রনাথের গানে অশ্লীল শব্দ জুড়ে উদ্দাম নাচ। এমনই ঘটনা ঘটল উত্তর ২৪ পরগণার বারাসতের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে। রবীন্দ্রভারতীর ঘটনা সামনে আসার পরই এই স্কুলের হল ঘরের উদ্দাম নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এরপরই প্রাক্তন ছাত্ররা ছুটে আসে স্কুলে, স্কুলের প্রাক্তন ছাত্ররা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

জানাগেছে, শনিবার ওই স্কুলের ছাত্ররা একই ভাবে রবীন্দ্রসংগীত বিকৃত করে গাইছে এবং নাচছে। স্কুল ভবনের ভিতর এমন ঘটনা ঘটায় নিন্দার ঝড় উঠেছে শিক্ষা মহলেই। প্রাক্তন ছাত্র অভিজিৎ দত্তের দাবি, এই স্কুল থেকে প্রতি বছরই মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ছাত্ররা মেধাতালিকায় জায়গা করে নেয়। এই ঘটনায় স্কুলের সম্মানহানি হয়েছে। তাই এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।

অভিযোগ পাওয়ার পর স্কুলের প্রধানশিক্ষক বলেন, তিনি বিষয়টি তিনি জানেন না। উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যস্ততার কারণে সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয়নি। তবে স্কুলের ভিতরেই ছাত্রদের এইরূপ উচ্ছৃঙ্খলতা তাঁর নজর এড়িয়ে গেল কীভাবে? প্রধানশিক্ষকের দাবি, অভিযোগটি খতিয়ে দেখা হবে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছে প্রাক্তন ছাত্ররা। যদিও একের পর এক এই ঘটনা সামনে আসার পর অনেকেই প্রশ্ন করছেন, তবে কি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ের হাওয়ায় গা ভাসাতে গিয়ে কোনওভাবে রুচির অবনতি ঘটছে বর্তমান প্রজন্মের।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here