অভিষেকের জরুরী বৈঠকে অনুপস্থিত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম, জল্পনা তুঙ্গে

আমাদের ভারত, মালদা, ২৮ নভেম্বর: অভিষেক ব্যানার্জির তলব করা জরুরী বৈঠকে গেলেন না মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্য সভার সাংসদ মৌসম বেনজির নুর। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। নেত্রীর আপ্তসহায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা টেলিফোনে জানান, রাতে জ্বর হয়ে যাওয়ায় বৈঠকে যেতে পারেননি। এর পিছনে অন্য কারণ নেই।

গতকাল সন্ধ্যা পর্যন্ত বৈঠকে যোগ দেওয়ার কথা জানানো হয়। হঠাৎই বৈঠকে না যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। জেলার পর্যবেক্ষক থাকাকালীন শুভেন্দু অধিকারীর হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন মৌসম। তাই রাজনৈতিকমহল মনে করছে বৈঠকে মৌসমের অনুপস্থিতি নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি অসুস্থতার কারণে সাবিত্রী মিত্রও বৈঠকে যাননি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here