
আমাদের ভারত, মালদা, ২৯ ডিসেম্বর : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য বিশদ মুনি মুর্মু। রবিবার সকালে তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল নেতা দুলাল সরকার।
১১ আসন বিশিষ্ট মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জিতেছে চারটি আসন। সিপিএম একটি কংগ্রেস ও বিজেপি তিনটি। বিজেপি ছেড়ে গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করে তৃণমূলের সংখ্যা হয়ে দাঁড়ালো ৫।
বিশদ মুনি মুর্মু বলেন, এলাকার উন্নয়নে কাজে গতি আনতেই তার তৃণমূলে যোগদান।