‘ভয়ে তিনমাস মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে লুকিয়ে ছিলেন, আমরা মানুষের পাশে ছিলাম’, বিজেপি নেতাদের তোপ মমতার

রাজেন রায়, কলকাতা, ৫ জুন: পরিবেশ দিবসে নাম না করে বিজেপির রাজ্য নেতৃত্বকে পালটা তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই হরিশ পার্কে ছিল বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যসচিব রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার অনুজ কুমার, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সেখান থেকেই নাম না করে বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, ‘ভয়ে তিন মাস সবাই মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বাড়ির পিছনে ভিডিও কর্নারে লুকিয়ে ছিলেন। মানুষের পাশে না দাঁড়িয়ে এখন শুধু রাজনীতি করছেন। আমরা মানুষের পাশে থেকেছি।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ বিপর্যয়ের সময়ও রাজনীতি করছেন। বলছেন বাংলার মুখ্যমন্ত্রীকে গদিচ্যূত করে আমাদের ক্ষমতায় আনুন। এটা কি রাজনীতি করার সময়? তার চেয়ে মানুষের জন্য কাজ করুন না।’

একই সঙ্গে কেন্দ্র অপরিকল্পিতভাবে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে পাঠানোয় রাজ্যের করোনা পরিস্থিতি জটিল হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়,
‘পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ট্রেন ও বাসভাড়া আমরা দিয়েছি। তবে ওরা অপরিকল্পিতভাবে পরিযায়ী ভাইবোনদের রাজ্যে পাঠাচ্ছে। রাজ্যে পাঠানোর আগে না তাঁদের ঠিক করে খেতে দেওয়া হয়েছে, না চিকিৎসা করা হয়েছে। অনেকেই তো অসু্স্থ। তাঁরা ট্রেনে আসার সময়ই মারা যাচ্ছেন।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here