সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২৮ ডিসেম্বর: সিএএ নিয়ে দীর্ঘদিন ধরে চাপানউতোর চলছে বাংলায় প্রথম থেকেই এর বিরোধিতায় সরব শাসকদল। এবার সরাসরি সিএএ লাগুর পক্ষে সওয়াল না করলেও সোমবার মতুয়াদের নাগরিকত্বের
দাবিতে সুর চড়ালেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা
ঠাকুর। তিনি বলেন, মহাসংঘের স্বার্থে রাজনীতির বলি হতে পারব না আমরা। শান্তনু ঠাকুরের সঙ্গে এক মঞ্চে থেকে কাজ করার কথাও বলেন তিনি। যা নিয়ে স্বাভাবিকভাবেই
আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সোমবার বেলা বারোটা নাগাদ বনগাঁ মহকুমার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মতুয়াদের নিয়ে এক বিক্ষোভ সমাবেশ করেন প্রাক্তন তৃণমূল সাংসদ। সেখান থেকেই নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভারতের নাগরিক। রাজনীতির বলি হতে পারব না আমরা।”
তবে কি নাগরিকত্ব আইনের পক্ষে তিনি? এ প্রশ্নের উত্তরে তিনি সাফ বলেন, “আমরা নিশর্তে মতুয়াদের নাগরিকত্ব চাই।” সম্প্রতি তাঁর পরিবারের সদস্য বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে
তৃণমূলে আহ্বান করেছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।সে প্রসঙ্গে এদিন মুখ খোলেননি মমতাবালা ঠাকুর।তবে শান্তনু ঠাকুরের তৃণমূলে যোগদানের জল্পনা জিইয়ে
রেখেই তিনি বলেন, “পারিবারিক সমস্যা থাকতেই পারে।মতের মিল নাও হতে পারে।পার্টির ব্যাপারে পার্টি সিদ্ধান্ত নেবে কে থাকবে, কে থাকবে না। আমাকে সন্মান দিয়েছে, যতদিন দেবে তত দিন দলে থাকবো। মতুয়াদের স্বার্থে শান্তনু ঠাকুরের পাশে থেকে লড়তেও আপত্তি নেই।