
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ মার্চ:
করোনা ভাইরাসের হাত থেকে রাজ্যের প্রবীণ বিধায়কদের রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে পরামর্শ দিলেন। সোমবার বিধানসভায় স্পিকার বিমান ব্যানার্জিকে জানান, যে সমস্ত বিধায়কের বয়স ষাটের বেশি তারা যেন অ্যান্টি নিউমোনিয়া ভ্যাকসিন নেন। মুখ্যমন্ত্রীর এই পরামর্শের কথা বিধানসভায় জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, করোনো ভাইরাস সবসয় প্রবীনদের জন্য প্রাণঘাতি। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের ওষুধ আবিস্কার হয়নি। তাই রাজ্যের প্রবীন বিধায়কদের ঠান্ডা লাগা সংক্রান্ত রোগ থেকে বাঁচতে এই ভ্যাক্সিন নেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ করোনা ভাইরাসের লক্ষণ ঠান্ডালাগা, জ্বর।