বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ‘ছাত্র-যুবদের গর্জে ওঠার’ ডাক মমতা ব্যানার্জি ফ্যান ক্লাবের

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২০ মে: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরোধিতায় নামল মমতা ব্যানার্জি ফ্যান ক্লাব। ফেসবুকে প্রকাশ্যেই বিচারপতির ছবি-সহ তাঁকে ‘হার্মাদ’ বলে চিহ্ণিত করা হয়েছে। ‘ছাত্র-যুব গর্জে ওঠার ডাক দিয়ে তাঁর বিরুদ্ধে কড়া সমালোচনা করা হয়েছে। এই পোস্টে এক দিন বাদে শুক্রবার বেলা তিনটায় লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ১ হাজার ৬০০, ১ হাজার ৩০০ ও ১২১।

পোস্টে লেখা হয়েছে, “কে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়? হাইকোর্ট কি ভগবান নাকি ভগবানের উর্দ্ধে? নাকি উনি বিজেপির মুখপাত্র?

বিদগ্ধ আইনজীবী অবশ্যই, কিন্তু আপনি কি জানেন উনি একটি পাক্কা হার্মাদ? গত বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট “০” হয়েছে, এটাই কি ওনার দিদির সরকারের প্রতি রাগ? ওনার এই একচোখামির জন্যে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ভঙ্গ হচ্ছে। উনি বিচারক হয়ে যেসব কথা বলছেন, বা রায়দান করছেন, সেটা ওনার মুখে শোভা পায় না, রাজ্য বিজেপির মুখপাত্রদের মুখে শোভা পায়। ছাত্র-যুব গর্জে ওঠো।
রাজ্য সরকার এই ব্যাপারে যত্নবান হোক।”

মন্তব্যে অধিকাংশেরই সুর এক। প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর ইচ্ছে বা অনুমোদন নিয়েই কি তাঁর ফ্যান ক্লাব এরকম প্রচারে নেমেছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *