২০ ফেব্রুয়ারি পুরসভার ভোট নিয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: আগামী ২০ ফেব্রুয়ারি রাজ্যের পুরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এপ্রিল মাসে পুরসভার ভোটের দিন ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। তাই নির্বাচনের আগাম প্রস্তুতি নিয়ে সমস্ত পৌরসভার পুরপ্রধান, ভাইস চেয়ারম্যান সহ কর্পোরেশনগুলির মেয়রদের বৈঠকে যোগদান করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে পুরসভার নির্বাচন নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক।

বিজেপি পুর সভার নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছে। তাই কালবিলম্ব না করে পুরসভার ভোট নিয়ে ময়দানে নামতে প্রস্তুত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার ভোটের জন্য তৃণমূল কংগ্রেস ও নিজের ঘর গুছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশান্ত কিশোড় অনেকদিন আগেই প্রস্তুুতি নিযেছে। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নেমে পরছে বলে মনে করছেন রাজনীতিক মহল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here