
নীল বনিক, আমাদের ভারত, ৪ মার্চ: জাতীয় সুরক্ষা দিবস রাজ্যের মানুষের সুরক্ষা নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে টুইট করেন তিনি।
টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমাদের সরকার সুরক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক নতুন নীতি এবং পদ্ধতি সামনে নিয়ে এসেছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের নাগরিকদের সর্বক্ষণের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
প্রসঙ্গত, কয়েকদিন আগে দেশের মানুষ সুরক্ষিত নেই বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে সাম্প্রদায়িক হিংসা বাড়ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ি করেছিলেন। তারপরেই মুখ্যমন্ত্রীর এমন ট্যুইট যথেষ্ট তাৎপর্যপূর্ন বলে মনে করছে রাজনৈতিক মহল।