পুরভোটের আগে ৫ ফেব্রুয়ারি থেকে বিজেপির বিরুদ্ধে টানা কর্মসূচি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নীল বনিক, আমাদের ভারত, ২৪ জানুয়ারিঃ পুরভেটের আগে দলকে ফের আন্দোলন মুখি করে তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতায় তৃণমূল ভবনে তৃণমূল নেত্রী দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রীরা, এছাড়া ছিলেন দলের জেলা সভাপতি সহ দলের গুরুত্বপূর্ন নেতা, নেত্রীরা। বৈঠকে দলীয় নেতাদের ফের বিজেপির বিরুদ্ধে আন্দোলন করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আন্দোলন একমাত্র পথ। আন্দোলন করলেই মানুষ আমাদের পাশে থাকবেন। এরপর মুখ্যমন্ত্রী দলীয় নেতৃত্বের সামনে গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে আন্দোলন কর্মসূচি ঠিক করে দেন। পরে দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি তৃণমূল ভবনে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক ঘোষনা করেন। তিনি বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি সারা রাজ্যে মানব বন্ধন কর্মসূচী নেবে দল। তারপরের দিন ৬ ফেব্রুয়ারি মৌন মিছিল করা হবে। মৌন মিছিলে দলীয় নেতারা পোষ্টার, ব্যানার নিয়ে সিএএর বিরুদ্ধে হাঁটবেন। ৭ ফেব্রুয়ারি সারা রাজ্যজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথসভা করা হবে। তৃণমূল মহাসচিব বুঝিয়ে দিয়েছেন সিএএ নিয়ে বিজেপির বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামা হবে। প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে রাস্তায় নেমে আন্দোলন করছে বিজেপি। কোথাও কোথাও আন্দোলনের ভিড় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তৃণমূলের। তাই পুরভোটের আগে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিজেপিকে কোনঠাসা করতে রাস্তায় নামছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যাতে এই ইস্যুতে বিজেপিকে চাপে রেখে পুর ভোটের আগে মানুষের সমর্থন আদায় করা যায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here