মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তাই নন্দীগ্রামে ভোটে লড়াই করতে চাইছেন: অধীর চৌধুরী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৮ জানুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তাই নন্দীগ্রামে ভোটে লড়াই করতে চাইছেন। সোমবার নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কৃষক বিরোধী মিছিলের পরে সভা করা হয়। সেই সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন অধীর চৌধুরী।

অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভয় পেয়েছেন, তাই তার আর একটা কেন্দ্র দরকার নিজের জয় নিশ্চিত করতে। পশ্চিমবঙ্গে অবাঙালী বাঙালি নিয়ে যে রাজনীতি করেছেন তার ফল ভুগতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই নিজের জয় নিশ্চিত করার জন্য এই নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চাইছেন। ভবানীপুরে হেরে গেলে নন্দীগ্রামে জয়লাভ করবেন।

তৃণমূল বিজেপি মানেই বাংলা অশান্ত, তৃণমূল যা করেছে বিজেপি তাই করে, বিজেপি যা করে তৃণমূল তাই করে। তৃণমূল বিজেপি মানেই বাংলায় হিংসার রাজনীতি। তৃণমূল বিজেপিকে বর্জন করতে হবে। তৃণমূল বিজেপিকে বাংলায় বর্জন না করলে বাংলায় সাম্প্রদায়িক অশান্তির আগুন লাগবে। তাই এখনও সময় আছে বাংলার মানুষের সঠিক সিদ্ধান্ত নেওয়ার বলে জানান অধীর চৌধুরী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here