মমতা ব্যানার্জি আনবেন স্নিগ্ধ সকাল, বললেন সুজাতা খাঁ মন্ডল

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জানুয়ারি: মমতা ব্যানার্জি আনবেন স্নিগ্ধ সকাল। তিনি কন্যাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্প করেছেন। কন্যাশ্রী প্রকল্প বিশ্বসেরা হয়েছে। আর বিজেপি সেটার নাম দিয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও। বিজেপি কালবৈশাখীর মত উড়ে যাবে। মঙ্গলবার চন্দ্রকোনার খেজুরডাঙ্গা মাঠে বক্তব্য রাখার সময় এই কথাগুলো বলেন, বিজেপি থেকে সদ্য তৃণমূলে আসা সুজাতা খাঁ মন্ডল। ১৬ জানুয়ারি এই মাঠে শুভেন্দু অধিকারী জনসভা করেন।তার পাল্টা হিসেবে আজ তৃণমূলের এই সভা।

সুজাতা খাঁ মন্ডল বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখীকে ব্যক্তিগত আক্রমণ করে সভায় উপস্থিত মহিলাদের বিজেপিকে ভোট না দিতে বলেন। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস ৯৮ ভাগ ভালো কাজ করেছে। কুণালবাবু শুভেন্দু অধিকারীর নাম না করে বলেন, কেউ যদি সিঁড়ি ভাঙতে ভাঙতে ন্যাড়া ছাদে চলে যায় তাহলে তার অবস্থা কি হবে চিন্তা করুন। তিনি বলেন, মানুষের পাশে থেকে কাজ করার জন্য কোনও পদ লাগে না। কেন্দ্রীয় সরকার জুট কর্পোরেশন অফ ইন্ডিয়র একটি পদ ললিপপের মত দিয়ে দিয়েছে শুভেন্দুকে। যে চিটিং বাজগুলো দল থেকে বেরিয়ে গেছে, এতে তৃণমূলের ভালো হবে। তিনি প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মীকে আগামীদিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলেন। মানুষ চিনে নিয়েছে প্রকৃত তৃণমূল কংগ্রেস কারা।

কুণালবাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনে কোথায় কোন আসন থেকে লড়াই করবে, তাই আগে ঠিক করুক। জামানত বাজেয়াপ্ত হবে। এদিনের সভায় ছিলেন কেশপুরের বিধায়ক শিউলি শাহা, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি সহ অন্যান্য জেলা এবং ব্লক নেতারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here