পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা

আমাদের ভারত, ১৬ মে: পন্ডিত রঘুনাথ মুর্মু’র জন্মদিনে শুভেচ্ছা জানলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা সোমবার টুইটে লিখেছেন, “সাঁওতালি ভাষার কিংবদন্তি লেখক, চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমাদের সরকার তাঁর জন্মদিনকে ছুটি ঘোষণা করেছে যাতে সবাই তাঁকে যথাযথভাবে শ্রদ্ধা জানাতে পারে।“

প্রসঙ্গত, রঘুনাথ মুর্মূ ১৯০৫ সালের ১৬ মে পূর্ণিমা তিথিতে ওড়িশা রাজ্যের ময়ুরভঞ্জ জেলার রায়রঙ্গপুর থানার অন্তর্গত ডহরাডিহি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম সিদো(নন্দলাল) মুর্মু ও মাতার নাম সলমা (সুমি) হাঁসদা। তিনি ১৯২৫ সালে অলচিকি লিপি উদ্ভবনের পর সেই লিপিতেই সাঁওতালি ভাষায় বিভিন্ন নাটক, কবিতা ও বই লেখেন। ১৯৭৭ সালে 
ঝাড়গ্রামের বেতাকুন্দরিডিহিতে তিনি একটি সাঁওতালি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। রাঁচির ধুমকুরিয়া কর্তৃক তাঁর আদিবাসী সাহিত্যে অবদানের জন্য তাকে ডি. লিট উপাধি প্রদান করা হয়। চারুলাল মুখোপাধ্যায় মুর্মূকে একজন ধার্মিক এবং আরেকজন আদিবাসী লেখক মার্টিন ওঁরাও তার দি সান্থাল – এ ট্রাইব ইন সার্চ অব দি গ্রেট ট্রাডিশন গ্রন্থে তাকে সাঁওতালদের মহান শিক্ষক হিসেবে উল্লেখ করেন। সেই থেকে তিনি আদিবাসীদের কাছে গুরু গোমকে (অর্থাৎ “মহান শিক্ষক”) নামে খ্যাতি অর্জন করেন। রঘুনাথ মুর্মু ১৯৮১ সালের ১লা ফেব্রুয়ারি পরলোক গমন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *