মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা গবেষণার কাজে লাগবে, বললেন রাহুল সিনহা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ মে : মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা গবেষণার কাজে লাগবে বলে জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। প্রসঙ্গত, আমফানের তান্ডবে কলকাতায় বিদ্যুৎ না থাকার জন্য শহরবাসীর বিক্ষোভে রুষ্ট হয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “মাত্র দুদিন বিদ্যুৎ নেই। প্রথমে করোনা তারপর আমফান যার ফলে অনেক কম সংখ্যক মানুষ নিয়ে কাজ করতে হচ্ছে। মানুষ যদি আধঘন্টা ধৈর্য্য না রাখতে পারে তাহলে আমার মুন্ডুটা কেটে নিয়ে নিক”।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে মঙ্গলবার তীব্র কটাক্ষ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তিনি বলেন, কি হবে আপনার মুন্ডু নিয়ে। না হোমে লাগবে, না যজ্ঞে লাগবে। এক গবেষণায় লাগতে পারে। তাও গবেষকরাই ভালো বলতে পারবে। আজ এই ভাষাতেই মুরলিধর সেন লেনে বসে রাজ্য সরকারের সমালোচনা করেন রাহুল সিনহা। তারপরেই তিনি দাবি করেন, অবিলম্বে কলকাতা পুরসভাকে বিনা পয়সায় মানুষের বাড়িতে বাড়িতে জল দিতে হবে। কারণ এই অবস্থার জন্য একমাত্র রাজ্য সরকার দায়ী। আমফান নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার অনেক অভাব ছিল। তাই এখনও পর্যন্ত শহর কলকাতার চিত্রটা বদল হয়নি বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *