পরিবর্তনের বর্ষপূর্তিতে অগ্রগতির বার্তা মমতার

চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ১৩ মে: পরিবর্তনের ৯ বছর পূর্তিতে ‘মা-মাটি’ দিবসে অগ্রগতির বার্তা দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে বাম সরকারের পতন ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল। সেকথা মাথায় রেখে এই বিশেষ দিনকে ‘ঐতিহাসিক ১৩ মে’ বলে টুইটারে উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো।

এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী টুইট করেছেন,’২০১১ সালের এই দিনে দীর্ঘ ৩৪ বছরের সরকারের অবসান ঘটিয়ে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেন। গত ৯ বছর ধরে আমরা বাংলার মা-মাটি-মানুষের উন্নয়নে ব্রতী ছিলাম। আগামী দিনেও রাজ্যের অগ্রগতির জন্য যাবতীয় পদক্ষেপ নেব। এটাই আমাদের অঙ্গীকার।’

বর্তমান করোনা পরিস্থিতিতে উন্নয়নের সব কাজ স্তব্ধ। রাজ্য সরকারের সব দফতরকে এই কঠিন পরিস্থিতিতেও আরও বেশি করে জনগণের সমস্যা মোকাবিলায় উদ্যোগ নিতে ইতিমধ্যেই বলেছেন মুখ্যমন্ত্রী। রেশন ব্যবস্থার দিকে যাতে কোনওরকম দুর্নীতির অভিযোগ উঠতে না-পারে, সেদিকে নজর দিতেও তিনি রাজ্যের প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন। সেকথা মাথায় রেখেই এদিন তাঁর উন্নয়নমুখী টুইট বলেই মত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *