বিজেপিকে আটকাতে গিয়েই কুমারগঞ্জের মতো গণধর্ষণ আটকাতে পারছেন না মমতা : দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ জানুয়ারি:
কুমারগঞ্জে কিশোরী ধর্ষণ কান্ডে মুখ্যমন্ত্রীকে আক্রমন করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিজেপিকে আটকাতে ব্যাস্ত। তাই উনি রাজ্যের
দুষ্কৃতিদের দৌরাত্ম্য আটকাতে পারছেন না। আর সেই সুযোগে দুষ্কৃতিরা রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দক্ষিণ দিনাজপুরে এতজন কিশোরিকে ধর্ষণ করে খুন করা হল। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী নিরব। এমন অমানসিক ঘটনার পরেও রাজ্যের নাগরিক সমাজ চুপ। অথচ বিজেপি শাসিত রাজ্যে কিছু হলেই রাজ্যের এক অংশের নাগরিক সমাজ বক্তব্য রাখতে শুরু করেন। এমনকি এরাজ্যের ছাত্র সমাজ ও মহিলা সমাজও একেবারে নিরব।

তারপরেই রাজ্যের একাংশের নাগরিক সমাজকে আক্রমন করে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের অমানবিক বিষয়ে তাদের মনকে নাড়া দেয় না। তবে কুমারগঞ্জের মৃতার পরিবারের পিছনে রাজ্য বিজেপি থাকবে বলে দলের রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠকে জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি অবিলম্বে দোষিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। তার সঙ্গে রাজ্যের মহিলাদের নিরাপত্তার দাবিও প্রশাসকে জানাচ্ছে রাজ্য বিজেপি। না হলে রাজ্যে আবার কোনও প্রান্তে কুমারগঞ্জের ছবি দেখা যাবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here