২০০ কোটি রাজস্ব ক্ষতি করে চেকপোষ্টে কৃষকদের ট্যাক্সে ছাড় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১১ মার্চ:
রাজ্যের কৃষদের জন্য এবার চেকপোষ্টে ট্যাক্স দেওয়ার নিয়ম তুলে দিল রাজ্য সরকার। বুধবার নবান্নে এইকথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবার থেকে চেকপোষ্টে কৃষকদের থেকে কোন অর্থ নেওয়া হবে না। তাতে কৃষকদের অনেক সুবিধে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, সমস্ত এগ্রিকালচারকে ছাড় দিচ্ছে রাজ্য সরকার। অনেকসময় এই চেকপোষ্ট গুলিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় কৃষকদের। তাতে কৃষকরা সময় মতো ফসল পৌছাতে পারে না বাজারে। তার জন্য কৃষকদের লোকশান হয় বলে নবান্নে জানান মুখ্যমন্ত্রী। তাই রাজ্যের কৃষক ও কৃষি ব্যাবসার সঙ্গে যুক্ত মানুষের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাতে রাজ্য সরকারের প্রায় ২০০ কোটি টাকা লোকশান হবে বলে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু কৃষকদের সুবিধার জন্য রাজ্য সরকার তার রাজস্ব ছাড়ছে বলে এদিন সাংবাদিকদের জানান মমতা বন্দ্যোপাধ্যায়।।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here