ছয় বার চিঠি দিয়ে দরবার করেও টাকা দেয়নি মমতা সরকার, সমস্যায় রাজ্যের ৫০ হাজার এনসিসি ক্যাডেটের ভবিষ্যৎ

আমাদের ভারত, ২৬ অক্টোবর: রাজ্য সরকার ন্যাশনাল ক্যাডেট কর্পস ক্যাম্প চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ দিচ্ছেন না বলে অভিযোগ উঠল। আর্থিক সমস্যার কারণে এনসিসির ক্যাডেটদের ভবিষ্যত প্রশ্নের মুখে পড়ে গেছে। ৫০ ক্যাডেটের ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতারাও।

এনসিসি ডিরেক্টরেট জেনারেলকে চিঠি লিখে সমস্যার কথা জানিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত অ্যডিশনাল ডিরেক্টর জেনারেল। সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকেও। চলতি বছরে এনসিসি বি এবং সি সার্টিফিকেটের জন্য পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু সেই পরীক্ষায় বাংলার ক্যাডেটরা বসতে পারবে না বলে জানিয়ে দিয়েছে সেনা। এই প্রসঙ্গে বাংলা এবং সিকিমের এনসিসি ডিরেক্টর মেজর জেনারেল উদয়শংকর সেনগুপ্ত বলেন, রাজ্য সরকার প্রয়োজনীয় অর্থ না দেওয়ার কারণে এবার বাংলায় ক্যাম্প করা যায়নি। সেই কারণে পরীক্ষায় বসতে পারবে না ক্যাডেটরা।

*Amit Malviya*

অভিযোগ, দীর্ঘদিন ধরে এনসিসি তরফে সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ছয় দফায় রাজ্য সরকারের কাছে ফান্ডের আবেদন করা হয়। মুখ্য সচিব অর্থ সচিবের কাছে টাকার জন্য দরবার করে এনসিসি। কিন্তু সমস্যার সমাধান হয়নি। এর ফলেই চূড়ান্ত আর্থিক সমস্যায় পড়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর যুব শাখা।

বর্তমানে এনসিসির জন্য মোট খরচের ২৫ % খরচ বহন করে রাজ্য সরকার। এনসিসি ফান্ডে বছরে ৫ কোটি টাকার অনুদান দেওয়ার কথা রাজ্যের। সেই টাকা রিলিজ করা হচ্ছে না। গত মার্চ এপ্রিল মাসে মাত্র ৮০ লক্ষ টাকা দেওয়া হয়েছে রাজ্যে তরফে। এর ফলে এনসিসি ক্যাডাররা চরম সমস্যায় পড়েছেন।

এনসিসি কমান্ডিং অফিসারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের তরফে অসহযোগিতা করা হচ্ছে। ফলে আগামী দিনে এনসিসি চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এনসিসির বি সার্টিফিকেটের পরীক্ষা দিতে হলে ক্যাডেটদের অন্তত একটি ক্যাম্প করতে হবে। অন্যদিকে অন্তত দুটি ক্যাম্প না করলে সি সার্টিফিকেট পরীক্ষায় বসা যায় না। সেনা সূত্রে খবর, চলতি বছরে অর্থের অভাবে বাংলায় এনসিসির পর্যাপ্ত ক্যাম্প করা হয়নি। ফলে বাংলায় ক্যাডেটরা ২০২৩ এর বি ও সি সার্টিফিকেট পরীক্ষায় বসতে পারবেন না। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি অভিযোগ করেছেন, রাজ্যের যুবদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলার আর এক উদাহরণ তৈরি করলেন মমতা সরকার এনসিসির প্রাপ্য টাকা না দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *