“এই রাজ্যে সাংবিধানিক সুরক্ষা কমিটিগুলো নিষ্ক্রিয় করে পার্টির শাখায় পরিণত করেছে মমতা,” গোপালনগরে বললেন শুভেন্দু

সুশান্ত ঘোষ, আমাদের ভারতে, উত্তর ২৪ পরগণা, ১ এপ্রিল: এই রাজ্যের সংবিধানিক সুরক্ষা কমিটিগুলো নিষ্ক্রিয় করে পার্টির শাখায় পরিণত করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গে হিউম্যান রাইটস কমিশনের নাম গন্ধ মুছে গিয়েছে। এর ফলে শিশুর সুরক্ষা, নারীর সুরক্ষা দিতে পারছে না। রাজ্যের বিভিন্ন এলাকায় শিশুরা খুন হচ্ছে, এই রাজ্যে সাংবিধানিক সুরক্ষা কমিটি নিষ্ক্রিয়। শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গোপালনগরে ধর্মীয় অনুষ্ঠানে এসে এমনই বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

হাওড়ায় রামনবমীর মিছিলে আক্রমণ নিয়ে গোপালনগর নিত্যানন্দ ধামের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন। তিনি বলেন, এ কোন রাজ্যে বাস করছি আমরা? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন, মুসলিম এলাকা দিয়ে রামনবমীর মিছিল যাবে কেন? কোনো মুসলিম ভাই বলছে না, কোনো ধর্মগুরু বলছে না, একথা বলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এত বড় সাম্প্রদায়িকথা আগে কেউ কোনো দিন বলতে পারেনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় হরি গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করেছে। এখনও তিনি মতুয়া ভাইদের কাছে ক্ষমা চায়নি। পাশাপাশি তিনি বলেন, পশ্চিমবঙ্গে আগামী দিনে যোগী আদিত্যনাথ এবং হেমন্তবিশ্ব শর্মার মতো একজন সরকার আনবো।

এছাড়াও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরব হন তিনি। এমনকি রাজ্যে এসে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান তদন্তে আসায় যেভাবে একের পর এক মমতার ক্যাডারা বাধা দিতে চাইছে, পুলিশ দিয়ে আক্রমণ এবং হেনস্থা করছে মমতা বন্দ্যোপাধায়। তিনি বলেন, এটা নতুন কিছু নয়, ২০২১ সালে নির্বাচন পরবর্তী কালে জখন ভয়াল অত্যাচার করেছিল বিজেপি সমর্থকদের উপর তখনও জাতীয় মানবাধিকার কমিশনকে যাদবপুর এলাকায় হেনস্থা করা হয়েছি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here