সিএএ নিয়ে মমতার বিরুদ্ধে মুসলিমদের ভুল বোঝানোর অভিযোগ আনলেন বিজেপি নেতা প্রতাপ ব্যানার্জি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ ফেব্রুয়ারি:
সিএএ নিয়ে মমতার বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগ তুললেন বিজেপি নেতা প্রতাপ ব্যানার্জি। তিনি বলেন, সংশোধিত নাগরিক আইন নিয়ে ক্রমাগত রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল। বিশেষ করে রাজ্যের সংখ্যালঘু মানুষকে ভুল বোঝাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূলের এই ভুল বোঝানোর রাজনীতির বিরুদ্ধে বিজেপি নানা কর্মসূচি নিয়েছে।

বিজেপি সিএএর সমর্থনে বাড়িবাড়ি গিয়ে মানুষের মধ্যে প্রচার শুরু করেছে। তেমনি কলকাতা সহ গোটা রাজ্যে সিএএর সমর্থনে মিছিল করছে বিজেপি। মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরের সামনে থেকে সিএএর সমর্থনে মিছিল বার করে বিজেপির তপশিলী মোর্চা। মিছিলটি সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে চাঁদনিচকের সামনে শেষ হয়। বিজেপির মিছিলকে কেন্দ্র করে সেন্ট্রাল অ্যাভিনিউতে কড়া পুলিশি প্রহরা রেখেছিলেন লালবাজারের কর্তারা। তবে মোটের উপর বিজেপির এদিনের সিএএর সমর্থনে মিছিল শান্তিপূর্ণ ছিল।

এদিনের মিছিল সম্পর্কে দলের সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জি বলেন, বিজেপি সংখ্যালঘু মানুষের ভুল ভাঙাতেই এদিন কলকাতায় মিছিল করে। প্রয়োজনে রাজ্য বিজেপির সবকটি শাখা সংগঠন আরও বেশি শহরের বুকে মিছিল মিটিং করবে বলে চানান প্রতাপ ব্যানার্জি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here