অস্তিত্ব রক্ষা করতেই মোদীর সঙ্গে বৈঠক করেছেন মমতা, বললেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, কলকাতা, ১১ জানুয়ারি: অস্তিত্ব রক্ষায় রাজভবনে ছুটেছেন মমতা। শনিবার রাজভবনের বাইরে এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আগে মুখ্যমন্ত্রী বিরোধী ঐক্য করে অনেককিছু বলেছেন। মুখ্যমন্ত্রী হয়তো বুঝেছেন এসব করে আর লাভ নেই। সবাই সবার মতো করে অস্তিত্ব রক্ষা করার লড়াই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেরিতে হলেও বুঝতে পারছেন। তাই হয়তো এখন সৌজন্যতার বৈঠক করতে এসেছেন। এনিয়ে আমার কিছু বলার নেই।

তারপরেই প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্য বিজেপির নেতাদের সাক্ষাৎ নিয়ে কথা বলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা আজ দেখা করলাম। এরাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে সমস্ত কিছু জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান বিজেপির রাজ্য সভাপতি। নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পরে রাজভবনের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, রাজ্য বিজেপির পক্ষ থেকে আগামীদিনে রাজ্যে আরও বেশী সাংসদ দেওয়া হবে। আমরা এদিন প্রধানমন্ত্রীকে তা আশ্বস্ত করেছি।

সিএএ নিয়ে কলকাতায় দিনভরের আন্দোলনকে এদিন কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ো। তিনি বলেন, বেশিরভাগ জায়গাতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা জার্সি বদল করে আন্দোলন করেছে। তবে তা নিয়ে বিজেপি ভাবিত নয় বলেও জানান আসানসোলের সাংসদ। তবে সৌজন্যতা বজায় রেখে রাজভবনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাবুল সুপ্রিয়ো।

এদিন রাজভবনে এসে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সহ রাজ্য বিজেপির নেতৃত্ব এই দলে ছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here