
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ জানুয়ারি: বাংলার হয়ে কাজ করতে চান বলে জানালেন নোবেল জয়ী অর্থনিতীবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় আসেন বাঙালি নোবেল জয়ী অর্থনীতিবিদ। দুপুরের পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষৎ করতে নবান্নে আসেন তিনি।
নিজের মাকে নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের চোদ্দতলায় যান। সেখানে দীর্ঘক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। তারপর নবান্ন ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অবশ্যই অনেক কিছু করার ইচ্ছে রয়েছে। আমি সামাজিক প্রকল্পের জন্য কাজ করতে চাই বলে জানান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।