মোদী মমতার জোড়া কর্মসূচি শহরে, একাধিক রাস্তার রুট বদল করল কলকাতা পুলিশ

রাজেন রায়, কলকাতা, ২২ জানুয়ারি: বহু দিন যাবৎ বিস্মৃতিতে থাকলেও বিধানসভা ভোটের আগে নেতাজির ১২৫ তম জন্মদিন উদযাপনে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে প্রতিদ্বন্দ্বী যুযুধান দুই রাজনৈতিক দল। একদিকে নেতাজির জন্মদিনকে দেশনায়ক দিবস হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অন্যদিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। আর শনিবার একই দিনে রাজ্য এবং কেন্দ্রের একাধিক অনুষ্ঠান থাকছে শহর কলকাতায়।

একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজীর ১২৫ তম জন্মদিন উদযাপনে পদযাত্রা করবেন, তখনই নেতাজি জয়ন্তী উপলক্ষ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রায় ২০০০ এর বেশি পুলিশ মোতায়েন করা হবে। নজরদারি চালাতে ব্যবহার করা হবে ড্রোন। শহরে শুরু হয়েছে নাকা চেকিং। যে জায়গায় প্রধানমন্ত্রী যাবেন তার পাশে রাখা থাকবে স্যান্ডবাঙ্কার। থাকবে কুইক রেসপন্স টিমও। কলকাতা থেকেই বর্ষব্যাপী উৎসব পালনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সেই অনুষ্ঠানে থাকার ও বক্তৃতা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, নেতাজীর জন্মদিনে
আরসিটিসি হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ফোর্ট উইলিয়ামের দক্ষিণ দিকের গেট থেকে হসপিটাল রোড হয়ে জিরাট ব্রিজ পার করে ন্যাশেনাল লাইব্রেরি যাবেন। সেখান থেকে বেরিয়ে ডিএল খান রোড হয়ে রবীন্দ্র সদন ক্রস করে ভিক্টোরিয়ায় প্রবেশ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আবার চলে যাবেন আরসিটিসি’তে। সেখানে থেকে দিল্লিতে ফিরে যাবেন তিনি।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর পদযাত্রার কারণে শনিবার সারাদিন লকগেট ফ্লাইওভার দিয়ে কেবল দক্ষিণগামী গাড়ি চলাচল করবে। কিন্তু যখন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জমায়েত হওয়া শুরু করবেন তৃণমূল সমর্থকরা, তখন থকে শ্যামবাজার হয়ে গাড়ি চলাচল বন্ধ করা হবে সেন্ট্রাল অ্যাভিনিউতে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ভূপেন্দ্র বোস অ্যাভিনিউ, যতীন্দ্র মোহন অ্যাভিনিউ হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পার করে পদযাত্রা পৌঁছবে এসপ্ল্যানেডে। এরপর সেখান থেকে পদযাত্রা এগিয়ে যাবে রাণি রাসমুণি অ্যাভিনিউ পার করে রেড রোডে পৌঁছবে। দক্ষিণদিকে থেকে আসা গাড়িকে প্রথমে গিরিশ পার্ক থেকে বিবেকানন্দ রোড হয়ে এপিসি রোডে ঘুরিয়ে দেওয়া হবে। মিছিল কাছাকাছি চলে আসলে এক্সাইড থেকেই ঘুরিয়ে দেওয়া হবে সমস্ত গাড়ি। সব মিলিয়ে নেতাজির জন্মদিন এ শহর কলকাতার ট্রাফিক সচল রাখা এবং সুষ্ঠুভাবে ম্যানেজ করা শনিবার কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here