পাপের জন্য বাংলায় বিজেপি শেষ, বললেন মমতা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা: বাংলায় হাফ, তৃণমূল সাফ। উপনির্বাচনে জয়ের পর এই ভাষাতেই বিজেপিকে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ায়। তিনি বলেন, মানুষ রায় দিয়েছে। এই নিয়ে আমার আর কিছু বলার নেই। তবে বিজেপির সব জায়গায় পতন শুরু হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও জানান, ঝাড়খন্ডেও বিজেপি হারবে। সেখানেও মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দেবেন। মানুষ গণতান্ত্রিক সরকার চাইছে। তাই যারা গণতন্ত্রের কথা বলতে দিচ্ছে না তাদের বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মহারাষ্ট্রে বিজেপি বিরোধী সরকার গড়ে তোলার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে ধন্যবাদ জানান তিনি। মারাঠা ভূমে বিজেপি বিরোধী সরকার গঠন হওয়ায় তিনি খুশি বলেও নবান্নে জানান মুখ্যমন্ত্রী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here