বুলবুলের জন্য রাজ্যে ক্ষতি ২৩ হাজার কোটি, বিধানসভায় জানালেন মমতা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২ ডিসেম্বর: বুলবুলে রাজ্যে ক্ষতির পরিমান ২০ হাজার কোটি টাকা। সোমবার বিধানসভায় এইকথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বুলবুলের কারনে রাজ্যে ১৬ জনের প্রানহানি হয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বুলবুলের জন্য চাষীদের যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে চাষিদের উন্নয়নে রাজ্য সরকার এক হাজার দুশো ষোল কোটি টাকা ইতিমধ্যেই অনুমোদন করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, বুলবুলের কারণে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ লিটার করে কেরোসিন তেল দেওয়া হচ্ছে। ৪০ হাজার হ্যারিকেন বিলি করেছে রাজ্য সরকার। তবে বুলবুলের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে আর্থিক সাহায্য করেনি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল রাজ্যে এসেছিল। আমরা তাদের সব জায়গাাতে ঘুরিয়ে দেখিয়েছি। তারাও ধ্বংসলীলা সবটাই দেখেছেন। মুখ্যমন্ত্রী অনেকটা আক্ষেপের সুরে বলেন, তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করেনি। কিন্তুু তাই বলে সুন্দরবনের পুনর্গঠনের কাজ থেমে থাকবে না। আমি জেলাশাসকদের বলেছি দ্রুত কাজ করতে। ত্রাণ নিয়ে যাতে কোনও সমস্যা না হয় তা দেখতে বলেছি জেলাশাসকদের। সুন্দরবনের মানুষের জন্য দ্রুত বাংলাআবাস যোজনায় ঘর তৈরি করা হবে। মোট ৫ লক্ষ মানুষকে পাকাঘর দেওয়ার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here