তাপস পালের মৃত্যুর জন্য সিবিআই ও বিজেপিকে নিশানা করলেন মমতা

আমাদের ভারত, কলকাতা,১৯ ফেব্রুয়ারি: তাপস পালের মৃত্যুর জন্য সরাসরি বিজেপির দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাপস পাল প্রায় একবছর ধরে রোজভ্যালির ডিরেক্টর ছিলেন। তারজন্য কিছু মাইনে পেয়েছেন। তাতেই তাপস পালকে গ্রেফতার করা হয়েছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত তাপস পাল জানতে পারলেন না তার দোষ কি ছিল। গ্রেফতার হবার পরেই সম্পূর্ভ ভাবে বিপর্যস্ত ছিলেন তাপস পাল। শিল্পীরা অনেক সময় বিভিন্ন প্রোডাকশান হাউসে তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কাজ করেন। এতে দোষের কি আছে বলে প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাপস পালের মৃত্যু অসময়ে হয়েছে বলে বুধবার রবীন্দ্রসদনে জানান মুখ্যমন্ত্রী। তাপস পালের মৃত্যুর জন্য রাজ্যের শিল্পীদের নতুন করে ভাবতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপরেই প্রোডিউসার শ্রীকান্ত মেহেতার হয়ে ব্যাট ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শ্রীকান্ত মেহেতার শরীর খারাপ। তার স্টোক হয়েছে। শিল্পীদের এভাবে চিটফান্ড কান্ডে গ্রেফতার নিয়ে ফের সিবিআইকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন বেলা এগাড়োটা নাগাদ তাপস পালের দেহ নিয়ে আসা হয় রবীন্দ্রসদনে। সেখানে তাকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তাপস পালের স্ত্রী ও কন্যাকে পাশে নিয়ে তাপস পালের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here