লকডাউন মানার জন্য শহরবাসীকে ধন্যবাদ জানালেন মমতা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ এপ্রিল: লকডাউন মানার জন্য এবার শহরবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে লকডাউনের চিত্র দেখতে শহর ঘুরলেন মুখ্যমন্ত্রী। প্রথমে মুখ্যমন্ত্রী আজ মৌলালিতে যান। সেখানে জনতার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এমন লকডাউন আমরা আগে কখনও দেখিনি। এইরকম সময়ে আমাদের জীবনে কখনও আসেনি। অনেকেই কষ্ট করে চালাচ্ছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। সমস্যা হয়তো অনেকের আছে। তবুও যারা কষ্ট করে লকডাউন মানছেন তাদের আমি ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে আপনাদের থাকতে হবে। তার সঙ্গে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হবার কোনও কারণ নেই।

প্রসঙ্গত, বিগত দুদিন ধরে লকডাউনের চিত্র দেখতে শহর ঘুরছেন মুখ্যমন্ত্রী। প্রথমদিন রাজাবাজার, পার্কসার্কাসে গিয়ে জনগণকে লকডাউন মানার অনুরোধ করেছিলেন তিনি। এদিনও ফের মৌলালি, বেহালায় গিয়ে লকডাউন মানার অনুরোধ শহরবাসীর কাছে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *