পুরভোটে টিকিট পাওয়া নিয়ে নেতা কর্মীদের সতর্ক করলেন মমতা

তারক ভট্টাচার্য
আমাদের ভারত, ২৫ জানুয়ারি: পাখির চোখ পুরভোট। হাতে বেশি সময় নেই। তার আগে টিকিট পাওয়া নিয়ে দলীয় নেতা কর্মীরা যাতে কোন্দলে না-জড়ান, শুক্রবার সেজন্য কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরভোটের আগে দলীয় কর্মীদের বার্তা দিতে তৃণমূল ভবনে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘পুরসভা ভোটে দল প্রার্থী ঠিক করবে। এই নিয়ে নিজেদের মধ্যে যেন কেউ বিবাদ না-করে, সেটা আপনারা দেখে নেবেন। বোঝাবেন যে দলে সবাই আমরা কর্মী।’ এদিন বৈঠকে নাম না-করে বিজেপি নেতাদের তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই নিয়ে অনেকে আমাদের দলের মধ্যে বিবাদ বাধানোর চেষ্টা চালাবে। ওদের কথায় লাফাবেন না। আমরা সবাই দলের কর্মী। সবাই দলকে ভালোবাসি। তাই দলের সিদ্ধান্ত সকলকেই মানতে হবে।’

এদিনের বৈঠক থেকে দলীয় নেতৃত্বকে আগামী দিনে লড়াইয়ের কর্মসূচিও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বুঝিয়ে দেন, আসন্ন পুরভোটে সংশোধিত নাগরিকত্ব আইনকে হাতিয়ার করে প্রচার চালাবে তৃণমূল। এই প্রচার কর্মসূচির মধ্যে অন্যতম হল ৫ ফেব্রুয়ারি সব ব্লকে মানববন্ধন। এর পাশাপাশি, ৬ ফেব্রুয়ারি বুকে প্ল্যাকার্ড লাগিয়ে মৌনমিছিল করবেন তৃণমূলের নেতা-কর্মীরা। ৭ ফেব্রুয়ারি করা হবে পথসভা। এর পর ৮ ফেব্রুয়ারি বুথে বুথে মিটিং করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here