
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৫ এপ্রিল: ভিনরাজ্যের শ্রমিকদের এবার টাকা পাঠাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের ফলে বহু বাংলার পরিয়ায়ী শ্রমিক ভিনরাজ্যে
আটকে রয়েছে। কাজ হারিয়ে সেইসব শ্রমিকদের ঠিকমতো খাওয়া জুটছে না। ভিনরাজ্য থেকে বার বার বাঙালি শ্রমিকরা রাজ্যের কাছে আকুতি জানাচ্ছেন তাদের ফিরিয়ে আনা হোক। লকডাউনে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই তাদের রাজ্যসরকার অর্থ পাঠাবার ব্যাবস্থা করছে। যাতে ভিনরাজ্যের শ্রমিকরা টাকা দিয়ে অন্তত দুবেলা খেতে পারেন।
অন্যদিকে রাজ্যের বহু মানুষ চিকিৎসার জন্য ভিনরাজ্যে যান। তারাও যাতে অভুক্ত না থাকে তার ব্যবস্থা রাজ্য সরকার করছে। পাশাপাশি রাজ্যের অর্থনীতির চাকা ঘোরাতে পরিকল্পনা শুরু করেছে নবান্ন। আগামী কয়েকদিনের মধ্যেই জুটমিলগুলি খোলার ব্যাবস্থা করছে রাজ্য। সামাজিক দূরত্ব বজায় রেখেই জুটমিল চালু রাখতে চাইছে রাজ্য সরকার। পরিবাঠামো শিল্পে ছাড় দিতে চলেছে রাজ্য। ইটভাটা গুলিতেও কাজ শুরু করার অনুমতি দেওয়ার কথা ভাব হচ্ছে বলে সূত্রের খবর।