মণিপুরকাণ্ডে শঙ্কা জানিয়ে বার্তা মমতার

আমাদের ভারত, ৬ মে: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়ছে মৃত্যু মিছিলের সারি। অগ্নিগর্ভ মণিপুরে গত ৭২ ঘন্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় সেখানকার সাহায্যপ্রার্থী দুর্গতদের জন্য সহায়তা-নম্বর ঘোষণা করল নবান্ন। এই সঙ্গে মণিপুরকাণ্ডে শঙ্কা জানিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার টুইটারে মমতা লিখেছেন, “মণিপুর থেকে আমরা যে ধরনের বার্তা এবং বাঁচানোর জরুরি আর্জি পাচ্ছি তাতে আমি গভীরভাবে ব্যথিত। আমি মণিপুরের মানুষের এবং এখন সেখানে আটকা পড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অন্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

পশ্চিমবঙ্গের সরকার জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মণিপুর সরকারের সাথে সমন্বয় করে সেখানে আটকে পড়া লোকদের সরিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যসচিবকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে, দুর্দশা ও হতাশার মানুষকে সাহায্য করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সব সময় জনগণের পাশে আছি।

সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। যে কেউ সাহায্যের জন্য এই নম্বরগুলিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নম্বর: ০৩৩-২২১৪৩৫২৬, ০৩৩-২২৫৩৫১৮৫।”

প্রসঙ্গত, মণিপুরে হিংসায় নিহতদের মধ্যে যেমন একজন আয়কর আধিকারিক, সিআরপিএফ কম্যান্ডো রয়েছেন, তেমনই বিক্ষোভকারীরাও রয়েছেন। ৫৪ জনের মধ্যে চূড়াচাঁদপুরে ১৬ জন, পূর্ব ইম্ফল জেলায় ১৫ জন এবং পশ্চিম ইম্ফলে ২৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার এ তথ্য জানিয়েছেন রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক। যদিও অসমর্থিত সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *