‘চোখের আলো’-র সাফল্যে টুইট মমতার

আমাদের ভারত, কলকাতা, ২৫ মার্চ: ‘চোখের আলো’ প্রকল্পের সাফল্যে শনিবার টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা লিখেছেন, ‘চোখের আলো’ ২০২১ সালে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে চালু করা হয়েছিল। আমি এটা জানাতে পেরে আনন্দিত যে আমরা ১০ লক্ষ ছানি অস্ত্রপোচার অতিক্রম করেছি এবং স্কুলের বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের (৪৫+) ১৫ লক্ষ বিনামূল্যে চশমা দিয়েছি। বিস্ময়কর কীর্তি!“

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১-এর ২৫ জানুয়ারি নবান্নে ঘোষণা করেন, নবীন থেকে প্রবীণ, নবজাতক থেকে বৃদ্ধ— সকলেরই চোখের চিকিৎসা করাবে রাজ্য সরকার। ২০২৫ সাল পর্যন্ত সরকারি উদ্যোগে চলবে ‘চোখের আলোয়’ কর্মসূচি। ‘‘আমাদের লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে প্রত্যেকের চোখের সুস্থতা। সকলের জন্য চক্ষু-স্বাস্থ্য। এই পদ্ধতি সময়সাপেক্ষ। ১২০০টি গ্রাম পঞ্চায়েত এবং শহরের ১২০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রকল্প চালু হবে। পরে সব গ্রাম পঞ্চায়েত এবং শহরকে আনা হবে এর আওতায়,’’ বলেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচির লোগো ও নামকরণ করেন তিনিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *