“ভারত হিন্দু রাষ্ট্রবাদী দেশ, এখানে শুধু হিন্দুদের কথাই চলবে” , জামিয়ার পর শাহিনবাগেও চলল গুলি

আমাদের ভারত,১ ফেব্রুয়ারি: জামিয়ার পর এবার গুলি চলল শাহিনবাগের ধর্নাস্থলেও। ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ স্থানের কাছেই এক ব্যক্তি আচমকা গুলি চালায়। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় সে বলতে থাকে, “ভারত হিন্দু রাষ্ট্রবাদী দেশ। এখানে শুধু হিন্দুদের কথাই চলবে।”

দুদিনের মধ্যেই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা পুনরাবৃত্তি হলো শাহিনবাগে। এক ব্যক্তি শাহীনবাগ অঞ্চলের ঢুকে গুলি চালিয়েছেন বলে অভিযোগ। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন ও জোরের সঙ্গেই বলছেন ভারতবর্ষে শুধু হিন্দুদের কথাই চলবে অন্য কারোর নয়।

দিল্লি ডিসিপি বলেন, অভিযুক্ত শাহিনবাগে পুলিশ ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে ফায়ারিং করেছিল। তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হয়। আপাতত তাকে জেরা করার কাজ চলছে।

ভিডিওতে দেখা যাচ্ছে সেই ব্যক্তি নিজেকে কপিল গুজ্জার বলে পরিচয় দিচ্ছেন। নিজেকে দাল্লুপূরা গ্রামের বাসিন্দা বলে দাবি করেছে সে।

বৃহস্পতিবার জামিয়া মিলিয়া পড়ুয়াদের সিএএ মিছিলেও এক নাবালক গুলি চালিয়েছিল। তাতে ১ ছাত্র আহত হয়। এদিকে দিল্লির শাহিনবাগে প্রায় গত দেড় মাস ধরে নাগরিকত্ব আইন এর বিরুদ্ধে ধর্না চলছে। সেখানেও এক ব্যক্তি গুলি চালানোর ঘটনা ঘটল। অন্যদিকে আজ শর্তসাপেক্ষে সরকারের তরফে শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here